গত ১২ মার্চ শেষ হওয়া সপ্তাহে ভারতের বিদেশী মুদ্রা ভান্ডার ১৭৩.৯ কোটি ডলার বৃদ্ধি পেয়েছে ।রিসার্ভ
ব্যাঙ্কের তরফে বলা হয়েছে মুদ্রা ভান্ডার বেড়ে দাঁড়িয়েছে ৫৮,২০৩.৭ কোটি ডলারে ।উল্লেখ্য আগের সপ্তাহে বিদেশী মুদ্রা ভান্ডার ৪২৫.৫কোটি ডলার কমেছিল । উল্লেখ্য গত ২৯ সে জানুয়ারী সমস্থ মুদ্রা ভান্ডার সব রেকর্ড ভেঙে দাঁড়িয়েছিল ৫৯,০১৮.৫ কোটি ডলারে ।