ভারতের মুদ্রা ভান্ডার ঘাটতির মুখে

২০২১ সালের ফেব্রূয়ারির ৫ তারিকের শেষ হওয়া সপ্তাহে আরবিআই সূত্রে জানানো হচ্ছে ভারতের বিদেশী
মুদ্রা ভান্ডার কমেছে ৬২৪ কোটি ডলার ।রিসার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে ২০২১ সালের ৫ ফেব্রুয়ারী ভারতের বিদেশী ভান্ডারেরমূল্য এসে দাঁড়িয়েছে ৫৮,৩৯৪.৫ কোটি ডলারে ।