মারুতি এইবার কলকাতা তে ভাড়া গাড়ি সরবরাহ করবে

মারুতি সুজুকির মার্কেটিং ও সেলস য়ের ম্যানেজিং ডিরেক্টর জানান যে স্বল্প মেয়াদে গাড়ি ভাড়া নেওয়ার প্রবণতা বেড়েছে বাজারে ।করোনা কালে তারা এই ব্যবসার বাজারে পা রেখেছিলো ,এইবার তাদের মানচিত্রে যোগ হলো কলকাতার নাম ।তিনিবলেন তরুণ প্রজন্মের অনেকেই নতুন গাড়ি কেনার আগেই তা পরখ করে দেখতে চান আর সদ্য চাকরি প্রাপ্ত্যরা ডাউন পেমেন্ট দিতে গিয়ে আটকে যান সেই জন্যই ভাড়া গাড়ির বিষয়ে তারা আগ্রহী ।