মুক্ত আঞ্চলিক বাণিজ্য চুক্তিতে অংশগ্রহণ করছে না ভারত

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন গতকাল জানান যে  মুক্ত আঞ্চলিক বাণিজ্য চুক্তিতে  (আরসিইপি ) ভারত  অংশগ্রহণ  না  করার পিছনে যথেষ্ট  যুক্তি সঙ্গত  কারণ আছে । তিনি বলেন ,প্রস্তাব  গুলো  ভারতের প্রত্যাশা পূরণের  পক্ষে  যথেষ্ট  ছিল না । অনেক  আলোচনার  পরেই  ভারত  সরকার এই  সিদ্ধান্তে  উপনীত  হয়েছে ।