২০২৩ অর্থবর্ষে এপ্রিল -জুন এই ত্রৈমাসিকে স্টেট ব্যাঙ্কের মুনাফা তিনগুন বেড়ে হলো ১৬,৮৮৪ কোটি টাকা । মোট আয় হয়েছে ১,০৮,০৩৯ কোটি টাকা । বেড়েছে সুদ বাবদ আয় কমেছে অনুৎপাদক সম্পদ ও । তবে জানুয়ারী -মার্চের চেয়ে সুদ বাবদ আয় কমার ফলে ও অনুৎপাদক সম্পদ খাতে সংস্থান বাড়ায় শুক্রবার এসবিআইয়ের শেয়ার দর পড়েছে ৩%।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...