মুনাফা করলো স্টেট ব্যাঙ্ক তিনগুন

২০২৩ অর্থবর্ষে এপ্রিল -জুন এই ত্রৈমাসিকে স্টেট ব্যাঙ্কের মুনাফা তিনগুন বেড়ে হলো ১৬,৮৮৪ কোটি টাকা । মোট আয় হয়েছে ১,০৮,০৩৯ কোটি টাকা । বেড়েছে সুদ বাবদ আয় কমেছে অনুৎপাদক সম্পদ ও । তবে জানুয়ারী -মার্চের চেয়ে সুদ বাবদ আয় কমার ফলে ও অনুৎপাদক সম্পদ খাতে সংস্থান বাড়ায় শুক্রবার এসবিআইয়ের শেয়ার দর পড়েছে ৩%।