রাশিয়া সতর্ক করল গুগুলকে

On: Tuesday, August 13, 2019 8:15 PM

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:রাশিয়ার  বিরোধীদের  দাবী   যে  পুতিন  সরকার  আঞ্চলিক   ভোটে  বিরোধীদের   কোন  প্রার্থীকেই  মনোনিয়োন   জমা  দিতে  দিচ্ছেনা ।এই  নিয়ে  মস্কো সহ   রাশিয়ার  বহু  শহরে  বিক্ষোভে  শামিল  হন  হাজার  হাজার  মানুষ।গ্রেপ্তার  হন  ২৫০  জন। ইউ  টিউবে  যার  লাইভ  স্ট্রিমিং   দেখা  গিয়েছিল।  মিছিল  ও  বিক্ষোভকে  বে-আইনি  আখ্যা  দিয়ে  , গুগুলকে  সতর্ক  করল  রুশ   সরকার।