রিলায়েন্স রিটেল অধিগ্রহণ করতে চলেছে আরো একটি ব্যবসা

অরবিন্দ ফ্যাশানের মালিক লাল ভাই পরিবার রিলায়েন্স বিউটি এন্ড পার্সোনাল কেয়ারের কাছে বিক্রি করে দিচ্ছেন তার ব্যবসা কে ।তার পরে দেশে ফরাসি সংস্থা সাফোরার ২৬ টি বিপনী আসবে রেলিয়ান্সের হাতে ।শেয়ার হস্তান্তর ও ঋণ বাবদ চুক্তির অংক ২১৬ কোটি টাকা ।