রিসার্ভ ব্যাঙ্কের দেওয়া তথ্য থেকে জানা গেলো দেশে কমলো বিদেশী মুদ্রার ভান্ডার

গত ১১ ফেব্রুয়ারী ভারতে শেষ হওয়া সপ্তাহে বিদেশী মুদ্রার ভান্ডার কমেছে ১৭৬.৩ কোটি ডলার । রিসার্ভ
ব্যাঙ্কের তথ্য অনুযায়ী তা এসে দাঁড়িয়েছে ৬৩,০১৯ কোটি ডলারে তবে ওই সময়ের মধ্যে ভাণ্ডারে সোনার মজুদ অবশ্য বেড়েছে ।উল্লেখ্য তার আগের শেষ হওয়া সপ্তাহে ওই বিদেশী মুদ্রার ভান্ডার কমছিল ২১৯.৮ কোটি ডলার ।