রেকর্ড গড়লো ভারতের বিদেশী মুদ্রার ভান্ডার

গত ৭ জুন শেষ হওয়া সপ্তাহে ভারতের বিদেশী মুদ্রার ভান্ডার ,৪৩০.৭ কোটি ডলার বেড়ে পৌঁছে গেলো ৫৮১.৭ কোটি ডলারে । পা রাখলো নতুন উচ্চতা তে রিসার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী , তার আগের সপ্তাহে মুদ্রা ভান্ডার পৌঁছে গিয়েছিলো ৬৫,১৫১ কোটি ডলারে ।এই বার তা ভেঙে নতুন রেকর্ড গড়লো ।