রেকর্ড পরিমান মুনাফা করলো স্টেটব্যাঙ্ক

স্টেট ব্যাঙ্কের বর্তমান চেয়ারম্যান দীনেশ খাঁড়া তার আমলে গত ৪ বছরে স্টেটব্যাঙ্কের মুনাফা (১.৬৩ লক্ষ্য কোটি টাকা )। তার আগের ৬৪ বছরে ১.৪৫ লক্ষ্য কোটির বেশি বলে দাবি করেন । তবুও ব্যাঙ্কের শেয়ার দ্বর যা হওয়া উচিত ছিল বলে তিনি আক্ষেপ করেন ।উল্লেখ্য গত এপ্রিল টু জুন ব্যাঙ্কের মুনাফা ৪% বেড়ে হয়ে গেছে ১৯,৩২৫ কোটি টাকা ।