শেয়ার কিনবে উহপ্রো

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : তথ্য  প্রযুক্তি  সংস্থা  উহপ্রো   সিদ্ধান্ত  নিয়েছে  যে  বাজার  থেকে  সংস্থা  তাদের  শেয়ার  কিনে  ঘরে  ফেরাবে।  ১০  হাজার  ৫০০  কোটি  টাকা   মূল্যে  ৩২.৩  কোটি  শেয়ার  বাজার  থেকে  কিনবে  তারা ।  গত  চতুর্থ  অর্থবর্ষে  জানুয়ারী থেকে মার্চ অব্দি  তাদের  মুনাফা  বেড়েছে  ৩৮.৪  শতাংশ।  যার  অর্থ  মূল্য  ২,৪৯৪  কোটি  টাকা।