খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : অর্থমন্ত্রকের পেশ করা এক রিপোর্টে দেখা যাচ্ছে মুম্বাই ,দিল্লি ও বেঙ্গালুরু তে মোট ২২০২ টি ফ্ল্যাটের ৪.৬ লক্ষ্য ইউনিট থাকলেও বিক্রি হয়নি ১.৮ লক্ষ্য ইউনিট । অবিকৃত ফ্ল্যাটের বর্তমান বাজার দ্বর প্রায় ১.৪ লক্ষ্য কোটি টাকা ।শহর ভিত্তিক হিসাব করলে দেখা যায় শুধুমাত্র মুম্বাই এবং বেঙ্গালুরুতে যথামাত্র ৫৩ এবং ৫২ % ফ্ল্যাট অবিকৃত থেকে গিয়েছে । দিল্লি তে এর পরিমান ২৪% এই ছাড়াও কলকাতা ,হায়দ্রাবাদ ,পুনে এবং চেন্নাই তেও প্রচুর ফ্লাট অবিকৃত রয়েছে ।