সূচক সমানে উঠছে

On: Tuesday, December 29, 2020 8:19 PM

মাত্র ১২ দিনের মধ্যে ১০০০ পয়েন্ট বেড়ে ৪৭০০০ পৌঁছে গেল সেনসেক্স।এখন প্রশ্ন  বাজারে সংশোধন আসবে  নাকি আরো ওপরে উঠবে। শেয়ার বাজারের পক্ষে যাওয়ার কারন হল ট্রাম্পের ত্রাণ  প্রকল্পে সম্মতি, ব্রেক্সিট  বাণিজ্য চুক্তি ,করোনা প্রতিষেধক ভারতের  বাজারে  আশার  সম্ভাবনা। তবে বিশেষজ্ঞরা বলছেন এত উঁচু  বাজারে  যে কোন সময় সংশোধন আসতে  পারে। তাই সাবধানে পা  ফেলাই ভাল।