ভারতের কারখানা থেকে সেমিকন্ডাক্টরের মত বৈদ্যুতিন চিপ ডিসপ্লে উৎপাদন করবে বেদান্ত সংস্থা ।শুক্রবার এই সংস্থাটির অন্যতম শীর্ষ কর্তা আকাশ হেববার জানান , এর জন্য আগামী দিনে ১৫০০ কোটি ডলার বিনিয়োগ করবেন ।দীর্ঘমেয়েদে তা বাড়িয়ে ২০০০ কোটি ডলার করা হবে উৎপাদন শুরু হবে ২০২৫ শাল থেকে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...