খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত ৫ বছরের ধরে সোনার দাম টানা নেমে আসলো । ৫ দিনে ১০ গ্রাম সোনার দাম কমেছে ভারতীয় সোনার দাম কমেছে ,ফলে সেপ্টেবরের তুলনাতে সোনার দাম কমেছে প্রতি ১০ গ্রামে ২৪৫০ টাকা । বাজার বিশেষজ্ঞ রা মনে করতে শুরু করেছে আগামী ফেব্রুয়ারী অব্দি এই দাম আরো কমবে । বিশ্ব বাজারে আজ সোনার দামের পতন লক্ষ্য করা যাচ্ছে ,আর বাজার বিশেষজ্ঞ রা রয়েছে এর পিছনে রয়েছে মার্কিন -চীন বাণিজ্য যুদ্ধ ।