স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান দীনেশ খাঁড়ার মতে ২৪-২৫ অর্থ বর্ষে ,ঋণ দানের হার ১৪-১৫ % বাড়তে পারে ।অর্থনীতিবিদ রা মনে করছে দেশে আর্থিক বৃদ্ধির হার মূল্যবৃদ্ধির পরে ২-৩%বারবে বলে ধরা হয় ।সেই হিসাবে ১৪% আসে পাশে থাকবে ঋণ দানের সংখ্যাটি । তবে আসল ঋণদান নির্ভর করবে ঋণদানের সুযোগ ও ঝুঁকি নেওয়ার ক্ষমতার উপরে ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...