স্টেটব্যাঙ্ক মনে করছে ঋনের হার আরো বাড়বে

স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান দীনেশ খাঁড়ার মতে ২৪-২৫ অর্থ বর্ষে ,ঋণ দানের হার ১৪-১৫ % বাড়তে পারে ।অর্থনীতিবিদ রা মনে করছে দেশে আর্থিক বৃদ্ধির হার মূল্যবৃদ্ধির পরে ২-৩%বারবে বলে ধরা হয় ।সেই হিসাবে ১৪% আসে পাশে থাকবে ঋণ দানের সংখ্যাটি । তবে আসল ঋণদান নির্ভর করবে ঋণদানের সুযোগ ও ঝুঁকি নেওয়ার ক্ষমতার উপরে ।