ব্যাঙ্ক অফ বরোদা স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে “বরোদা তিরঙ্গা ডিপোজিট স্কিম ” নামে দুটি প্রকল্প
চালু করলো,মেয়াদ ৪৪৪ দিন ও ৫৫৫ দিন । বার্ষিক সুদের হার যথা ক্রমে ৫.৭৫% ও ৬%।প্রবীণ নাগরিক রা এর উপরে বাড়তি সুদ পাবেন ।তবে এই প্রকল্পে যোগ দেওয়ার সময় সীমা ৩১ সে ডিসেম্বর ।দুই কোটি টাকার নিচে ভারতীয় আমানত কারীরা এই সুযোগ পাবেন ।