হয়তো বা রাশিয়া থেকে ব্যবসা গোটাতে পারে ইনফোসিস

সূত্রের খবর ইনফোসিস রাশিয়ার কেন্দ্র থেকে যে পরিষেবা দেয় তা অন্য কেন্দ্র গুলিতে সরাচ্ছে ।উল্লেখ্য
ইউক্রেনে আগ্রাসনের পরে রাশিয়ার উপরে আমেরিকার মত ব্রিটেন ও চাপ বাড়িয়েছে ।ব্রিটেনের অর্থমন্ত্রী ঋষি শুনক রাশিয়া তে লগ্নির ব্যাপারে ভেবে দেখার জন্য ব্রিটেনের সংস্থা গুলিকে বার্তা দিয়েছেন।উল্লেখ্য ঋষি শুনক হচ্ছে ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির জামাই।উল্লেখ্য অক্ষতা মূর্তির ও ইনফোসিসে অংশীদারিত্ব আছে ।