২০১৮ সালের কেন্দ্রীয় বাজেটে কর ছাড়ের খুব একটা হের্ ফের হয়নি

নিউস  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  ২০১৮ সালে কেন্দ্রীয় অর্থমন্ত্রী  যে বাজেট পেশ করে তাতে  দেখা যায় করে খুব একটা হের্ ফের হয়নি । ব্যক্তিগত  কর চারের কোনো সুবিধা সেইখানে  ছিল  না । আয়করের উপরে যে সেষ  তা ৩% জায়গায় তে ৪% বাড়ানো হয়েছিল । দীর্ঘ ১৪ বছর পরে দীর্ঘ মেয়াদি ” মূলধনী আয়  ব্যবদ  কর ” ১০ % হারে  বাড়ানো হয়েছিল ,পাশাপাশি কর্পোরেট   কর  ৩০% জায়গায় ২৫%  হারে  ধার্য্য হয়েছিল ।