ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে তারা গৃহে ঋণে ১৫ বেসিস পয়েন্ট সুদ কমিয়েছে এবং এই সুবিধা ৩১ সে মার্চ অব্দি চলবে ।এই সময়ের মধ্যে তারা প্রসেসিং ফি তেও ছাড় দেবে । এই ঋণে বর্তমান হার এসে দাঁড়িয়েছে ৮.৩%।ছাদে সৌর প্যানেল বসালে,৭৮ হাজার টাকা অব্দি সরকারি ভর্তুকি মিলতে পারে তবে সেই জন্য ক্রেতা কে ব্যাঙ্কের কাছে আর্জি জানাতে হবে ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...