অনেক বাঁধা পেরিয়ে টাইগার ও জাহ্নবী শুরু করবে নতুন ছবি

MADRID, SPAIN - JUNE 24: Tiger Shroff attends IIFA Awards 2016 - Rocks Green Carpet at Ifema on June 24, 2016 in Madrid, Spain. (Photo by Juan Naharro Gimenez/Getty Images)

হিন্দি তে হলিউডি ছবি “রাম্বো ” পুনর নির্মাণের কথা বলেছিলেন প্রযোজক ও পরিচালক সিদ্ধার্থ আনন্দ । মুখ্য চরিত্রে অভিনয় করার কথা ছিল টাইগার শ্রফের ,নানা কারণে ছবিটির কাজ পিছিয়ে যায় ।এই বার এই ছবিটির পরিচালনার দায়িত্বে থাকছেন,রোহিত ধবন পরিচালনা করছেন সিদ্ধার্থ ,মুখ্য চরিত্রে থাকবেন টাইগার শ্রফ ও জাহ্নবী কাপুর । আগামী বছরের প্রথম থেকে এই ছবির শুটিং শুরু হবে ইউরোপে ।