হিন্দি তে হলিউডি ছবি “রাম্বো ” পুনর নির্মাণের কথা বলেছিলেন প্রযোজক ও পরিচালক সিদ্ধার্থ আনন্দ । মুখ্য চরিত্রে অভিনয় করার কথা ছিল টাইগার শ্রফের ,নানা কারণে ছবিটির কাজ পিছিয়ে যায় ।এই বার এই ছবিটির পরিচালনার দায়িত্বে থাকছেন,রোহিত ধবন পরিচালনা করছেন সিদ্ধার্থ ,মুখ্য চরিত্রে থাকবেন টাইগার শ্রফ ও জাহ্নবী কাপুর । আগামী বছরের প্রথম থেকে এই ছবির শুটিং শুরু হবে ইউরোপে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...