অভিনেতা বিজয় সেতুপতি পাচ্ছেন সর্বোচ্চ ২১ কোটি টাকা পারিশ্রমিক

শাহ রুখ খান প্রযোজিত জওয়ান ছবিতে অভিনয় করার জন্য দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতি ২১ কোটিটাকা পারিশ্রমিক নিচ্ছেন । বিক্রম ছবিতে বিজয়ের কাজ প্রসংশিত হওয়ার পরেই এই চুক্তি পত্র সই হয় । জানা যাচ্ছে প্রথমে ১৫ কোটি টাকা পারিশ্রমিক ধরা হলে অভিনেতা পরে তা বাড়িয়ে করে দেন ২১ কোটি কারণ ছবি করতে গিয়ে তাকে দুটি ছবি ছেড়ে দিতে হবে ।