অভিনেত্রী শ্বেতা তিওয়ারি আসছেন বড় পর্দায়

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারি কে দেখা যাবে রোহিত শেট্টির ইন্ডিয়ান পুলিশ ফোর্স সিরিজে । সিরিজের ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে অভিনেত্রী জানান ,রোহিতের পরবর্তী ছবি সিংহাম আগাইনেও থাকছেন তিনি অভিনয় করবেন অজয় দেবগান, রণবীর সিংহ, দিপিকা পাডুকোনের সাথে ।