অমিতাভ ও অভিষেকের যুগলবন্দী তৈরি হচ্ছে ক্রাইম থ্রিলার সরকার ৪

পরিচালক রাম গোপাল বর্মা ২০০৫ সালে ক্রাইম থ্রিলার সরকার তৈরি করেছিলেন ,মুখ্য ভূমিকা তে ছিলেন অমিতাভ বচ্চন সুভাষ নাগরের চরিত্রে ,শিব সেনা প্রধান বাল ঠাকরের আদলে গঠিত হয় চরিত্র টি । সম্প্রতি প্রযোজক আনন্দ পন্ডিত জানান সরকার ৪ তৈরি নিয়ে তোরজোর চলছে ,মুখ্য ভূমিকা তে দেখা যাবে অমিতাভ এবং অভিষেক কে ,তবে কে পরিচালক হবেন তা ঠিক করবে প্রযোজক স্বয়ং ।