পরিচালক রাম গোপাল বর্মা ২০০৫ সালে ক্রাইম থ্রিলার সরকার তৈরি করেছিলেন ,মুখ্য ভূমিকা তে ছিলেন অমিতাভ বচ্চন সুভাষ নাগরের চরিত্রে ,শিব সেনা প্রধান বাল ঠাকরের আদলে গঠিত হয় চরিত্র টি । সম্প্রতি প্রযোজক আনন্দ পন্ডিত জানান সরকার ৪ তৈরি নিয়ে তোরজোর চলছে ,মুখ্য ভূমিকা তে দেখা যাবে অমিতাভ এবং অভিষেক কে ,তবে কে পরিচালক হবেন তা ঠিক করবে প্রযোজক স্বয়ং ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...