অসুস্থ হয়ে হাসপাতলে ভর্তি জাহ্নবী কাপুর

জুলাই মাস থেকেই শুরু হয়েছিল বিয়ে উপলক্ষে অভিনেত্রী জান্নাবী কাপুরের আনা গোনা ,বোন খুশি কাপুর ,প্রেমিক শিখর পাহাড়িয়া এবং বাবা বনি কাপুর কে নিয়ে দফায় দফায় তাদের অনুষ্ঠানে যান ।তবে বিয়ে শেষ হতে না হতেই খাদ্য বিষক্রিয়া তে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন । পিতা বনি কাপুর বলেন তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এবং বাড়ি তে আছেন ,তবে খুব দুর্বল ।