অস্কারে নমিনেশন পেয়ে ভারতের মুখ উজ্জ্বল করলেন দীপিকা পাডুকোন

বৃহস্পতিবার রাত্রে অভিনেত্রী দীপিকা পাডুকোন অস্কার নিয়ে একটি খবর প্রকাশ্যে আনলেন,২০২২ সালে
প্রথম ভারতীয় হিসাবে তিনি বিশ্বকাপ ট্রফি উদ্বোধনে প্রেজেন্টার ছিলেন ,এইবারে একাডেমি ওয়ার্ডের প্রেজেন্টার হিসাবে নমিনেশন পেলেনদীপিকা এমিলি ব্ল্যান্ট ,ডোয়েন জনসন ,রিজ আহমেদ এবং মাইকেল বি জর্ডনের মত প্রেজেন্টার দের সঙ্গে । এই ছাড়া ৯৫ তম আকাদেমি
আওয়ার্ডে রয়েছে তিনটি ভারতীয় ছবি ।