আগুনের হাত থেকে অল্পের জন্য রেহাই পেলো বলিউডের বিখ্যাত অভিনেতা ও অভিনেত্রীরা

গত মঙ্গলবার মুম্বাইয়ের গোরেগাঁওয়ের প্রান্তিক অঞ্চলে তৈরি করা হয়েছিল আদি পুরুষ ছবির শুটিং ,কিন্তু
আচমকা সেটের এক পাশে আগুন লাগে ।বড় ধরণের কোনো ক্ষতি হয়নি পরিস্থিতি সামাল দিয়েছে দমকলের কর্মীরা মনে করা হয়েছেশট সার্কিট থেকে আগুন লেগেছে ।রামায়ণের কাহিনী কে আঁধার করা এই ছবিতে রয়েছেন প্রভাষ ছাড়াও,অর্জুন কাপুর ,সাইফ আলী খান ,হেমা মালিনী প্রমুখ ।