আজ মুক্তি পেতে চলেছে বড়দিনের আবহাওয়া আটলি কুমার প্রযোজিত বরুন ধাওয়ান ,কীর্তি সুরেশ ,ও ওয়ামীকা গাব্বি অভিনীত বেবি জন ছবিটি ।গতকাল ছবির রিলিজ উপলক্ষে উজ্জয়িনীর মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে পুজো দিতে যান বরুন ধবন সঙ্গে হাজির ছিলেন সস্ত্রীক প্রযোজক এটলি ,আর এই ছবির প্রযোজক হচ্ছেন ক্যালিস ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...