আজ মুক্তি পেয়েছে দীপিকা পাডুকোনের ছাপাক

খবর   ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : দীপিকা পাডুকোনের ছবি  “চাপাক ” প্রচুর বিতর্কের মধ্যে দিয়ে মুক্তি পেলো । ছবিটির  পরিচালনা  করেছেন  বিখ্যাত  সংগীতকার গুলজারের মেয়ে মেঘনা  গুলজার ,যিনি  বরাবর সত্য ঘটনা অবলম্বনে তৈরী করেন ছবি এই বার ও তার কোনো ব্যতিক্রম হয়নি । অ্যাসিড  আক্রান্ত  লক্ষী  আগারওয়ালের জীবনের কঠিন লড়াই নিয়ে তৈরী হয়েছে ছবিটি ,অ্যাসিড  হামলার পরেও থিম থাকেনি লক্ষীর জীবন  ১৯ বছর  বয়েসী এই তরুণী টি কখনো জীবনে ভেঙে পড়েনি অন  স্ক্রিনে  যার নাম  মালতি ।