আবারো বড় পর্দায় ফিরছেন ভাগ্যশ্রী

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :কঙ্গণা রানাওয়াত   অভিনীত  ” থালাইভিতে ”জয় ললিতার  মায়ের  ভূমিকায়  অভিনয়  করতে  চলেছেন  বলিউডের  এক  কালের  নায়িকা ”  ভাগ্যশ্রী ”  জয়ললিতার  জীবনে  তার  মায়ের  অবদান    অনেক।  সেই  দিক  দিয়ে  বিচার  করলে  অনেক  দিন  পরে  ”  ভাগ্যশ্রী  ”  একটি   জোরালো    চরিত্র  দিয়েই  বলিউডে  রি এন্টি  নিচ্ছেন।করোনার  কারনে ”থালাইভি”  শুটিং  বন্ধ  ছিল  । শোনা  যাচ্ছে  ফের  শুটিং  শুরু  হবে  অপেক্ষায়  আছেন  ভাগ্যশ্রী ”।