আমাজনের প্রাইম সিরিজ পঞ্চায়েত পার্ট ২ দর্শকদের মন ছুঁয়ে গেলো

টিভিএফের প্রযোজিত এবং দীপক কুমার মিশ্র পরিচালিত পঞ্চায়েত পার্ট ২ দর্শকদের মন জয় করে নেয়
তার সারল্যের আকর্ষণে ।পঞ্চায়েত প্রধানের ভূমিকা তে অভিনয় করেছেন রঘুবীর যাদব উপপ্রধান প্রল্হাদ পান্ডে ,পঞ্চায়েত সচিব জিতেন্দ্র কুমার এবং পঞ্চায়েত বিকাশ সহায়ক -চন্দন রায় । ছবিটিতে বাড়াবাড়ি কম এবং জীবন বোধের শিক্ষা আছে যা দর্শকদের ভালো লেগেছে ।