পরিচালক অরুন রায়ের অধীনে বাঘাযতীন ছবির শুটিং করতে দেব সহ পুরো ইউনিট চলে গিয়েছিলেন ওড়িশা বুড়িবালাম নদীর তীরে ।শার্ট এবং ধূতি তে দেবের লুকটি ছিল মান্নান সয়ী তার স্ত্রীর ভূমিকা তে অভিনয় করছেন সৃজা ।পরিচালক সূত্রের খবর একশান দৃশ্যের শুটিং করতে গিয়ে বাম চোখে আঘাত পেয়েছেন দেব ,সোশ্যাল মিডিয়া তে হাসিমুখে দলের ছবি প্রকাশ করতে
গিয়ে তাদের এই রূপ ধরা পরে ।