গতকাল কন্নড় ছবি কেডি দি ডেভিলের শুটিং করছিলেন সঞ্জয় দত্ত বেঙ্গালুরু তে ।একটি একশান দৃশ্যের
সময় আচমকা বোমা ফেটে যায় ।তাতে আহত হয়ে সঞ্জয়ের হাতে ও মুখে চোট লেগেছে ,তবে নির্মাতার বলেছেন আঘাত গুরুতর নয় ।তিনি,এখন সুস্থ্য আছেন ,এই ছবির প্রধান চরিত্রে আছেন ধ্রুব শারজা এবং সঞ্জয় এই ছবিতে খোল চরিত্রে অভিনয় করছেন । অভিনেতা দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ।