গতকাল ৫০ বছর বয়েসে পা দিলেন অভিনেত্রী কাজল

গতকাল ৫০ বছর বয়েসে পা দিলেন , বলিউডের অভিনেত্রী কাজল দেবগন । জন্মদিন উপলক্ষে নিজেদের একটি ছবি পোস্ট করে তাদের শুভেচ্ছা জানান তাদের স্বামী অজয় দেবগন । তিনি পোস্ট করে লেখেন তোমার ছোঁয়াচে হাসি ,অফুরান ভালোবাসা ও এনার্জির কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করছি এখনো ,শুভ জন্মদিন কাজল । কাজলের জন্মদিনে করণ জোহর ,টোটা রায়চৌধুরী সহ অনেকেই ।