চলে গেলেন অভিনেতা মিঠুনের মা

গতকাল মুম্বাই থেকে ফোনে মিঠুনের ছোট ছেলে সংবাদ সংস্থা কে তাদের ঠাকুমা শান্তিরানী চক্রবর্তী
প্রয়াত হন ।প্রতিষ্ঠিত হওয়ার পরে মিঠুন তার মাকে কলকাতা থেকে মুম্বাই নিয়ে যান । প্রসঙ্গত ২০২০ সালে ৯৫ বছর বয়েসে তার বাবা বসন্ত চক্রবর্তী প্রয়াত হন ।ডান্স বাংলা শোয়ের সেটে মায়ের সম্পর্কে বলতে গিয়ে স্মৃতি মেদুর হয়ে পরেন তিনি ।