চার বছরের বন্ধুত্বের শেষে মধুর সম্পর্কে জড়াচ্ছেন ফারহান ও শিবানী

চার বছরের বন্ধুত্বের শেষে ফারহান আখতার এবং শিবানী দান্ডেকর জাভেদ ও শাবানা আজমীর খান্ডালার
ফার্ম হাউসে বিবাহ বন্ধনে জড়াতে চলেছেন । সোনা যাচ্ছে কোনো ধর্মীয় রীতি নীতি মেনে এই বিবাহ হবেনা শুধু মাত্র অঙ্গীকারবদ্ধ হবেনতারা । এই বিবাহে উপস্থিত থাকবেন স্ক্ষ্য ও আকিরা ,শিবানীর সঙ্গে ফারহানের মেয়েদের ঘনিষ্ঠ সম্পর্ক । বিয়ে তে নিমন্ত্রিত আছেন হৃত্তিকরোশান ও আলিয়া ভট্ট সোহো অন্যান্য রা ।