জওয়ানের টিসার শাহ রুক্ কে অন্য উচ্চতায় পৌঁছে দিলো

ব্লকবাস্টার ছবি পাঠান হিট করতে শাহ রুখের ৮ বছর লেগে গেলো জানুয়ারী তে পাঠান তার হিটের খরা কাটায় । সোমবার সকাল ১০:৩০ মিনিটে জওয়ানের টিসার মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই জনপ্রিয়তার সুনামি আছড়ে পড়লো ।২ মিনিট ১২ সেকেন্ড য়ের ভিডিও প্রত্যক্ষ করলেন ১২ মিলিয়নের বেশি ভিউয়ার রা ।এই ছবি তে শাহ রুখের সঙ্গে দেখা গিয়েছে দীপিকা পাডুকোন ,মুখ্য অভিনেত্রী নয়ন তারা এবং ভিলেন বিজয় সেতুপতি কে ।