আগামী দীপাবলিতে রোহিত শেট্টি পরিচালিত ,সিংহাম এগেইন ছবিটি মুক্তি পেতে চলেছে এবং অজয় দেবগন অভিনীত সিংহম এগেইন ছবিটি মুক্তি পেতে চলেছে দেশ জুড়ে ।ভিএফএক্স য়ের কাজ সম্পূর্ণ না হওয়াতে ছবিটি দীপাবলিতে মুক্তি পাচ্ছে ।অপরদিকে আনিস বাজমি পরিচালিত ভুলভুলাইয়া থ্রি ছবিটিও দীপাবলিতে মুক্তি পাচ্ছে । দর্শক রা এখন কোনটা কে গ্রহণ করে সেটাই দেখার
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...