সম্প্রতি এক সাখ্যাত্কারে নিজের এক রাশ ক্ষোভ হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে উগরে দিলেন অনুরাগ কাশ্যপ ।
বলিউডের বিখ্যাত পরিচালক অনুরাগ কাশ্যপ ,বলিউডের উপর এক রাশ ক্ষোভ উগরে দিয়ে বলেন , রিমেক -তারকা কেন্দ্রিক ছবির ভিড় বলিউডে ।অভিনেতা দের তারকা সুলভ আচরণ ছবি তৈরীর পরিবেশ নষ্ট করে দিচ্ছে,বাজেট আকাশ ছোঁয়া হওয়াতে পরীক্ষা নিরীক্ষার সুযোগ নেই ,তাই নতুন পরিবেশের খোঁজে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ছবি করার কথা ভাবছেন ।