গতকাল উত্তম কুমারের তিরোধান দিবস উপলক্ষে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি কৃতীদের পুরস্কৃত করলেন ধনধান্য
প্রেক্ষাগৃহে ।অভিনেত্রী সোহিনী সরকার ,অভিনেতা -পরিচালক অনির্বান ভট্টাচার্জি এবং প্রবীণ পরিচালক হরনাথ চক্রবর্তী কে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে ।মহানায়ক সম্মানে ভূষিত হয়েছে কোয়েল মল্লিক ,শ্রাবন্তী ,সায়ন্তিকা শুভশ্রী ও অংকুশ ।