খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:তেলেগু ছবি ” হিট ” এর হিন্দি রিমেক করবেন পরিচালক শৈলেশ কোলানু । ছবিটি প্রযোজনা করবেন কুলদীপ ও রাজু রাঠোর। পরিচালক বলেন রাজকুমার রায় এর তিনি ফ্যান। তাই অনেক দিনের ইচ্ছা ছিল রাজকুমার রাও এর সাথে ছবি করার। এই ছবিতে রাজকুমার রায় এক পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন। অভিনেতা বলেন ছবিটি নিয়ে তিনি খুব আশাবাদী কেননা এই প্রথম তিনি কোন ” পুলিশ অফিসার ” এর চরিত্র এ অভিনয় করবেন। আসা করা যায় আগামী বৎসর এই ছবিটির শুটিং শুরু হবে।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...