স্থগিত হয়ে গেলো পুষ্পা ২ দি রুলের মুক্তি ।আগামী অগস্টে মুক্তি পাওয়ার কথা ছিল অল্লু অর্জুনের পুষ্পা ২ ছবিটির মুক্তি ।সূত্রের খবর স্থগিত থাকবে এই ছবিটির মুক্তি,এই ছবির শুটিং য়ের কিছু অংশ এখনই বাকি,জানা যাচ্ছে এই ছবির এডিটর কার্তিক শ্রীনিবাস হটাৎ করে এই প্রজেক্ট থেকে বেরিয়ে গিয়েছেন ছবি নিয়ে খুশি নন পরিচালক সুকুমার ,জানা যাচ্ছে কিছু অংশ তিনি রি শুট করবেন,তবে ছবি নির্মাতার বলেছেন সবটাই আগামী ১৫ অগাস্ট মুক্তি পাবে পুষ্পা ২।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...