গতকাল অমর কৌশিক পরিচালিত মহা অবতার ছবিতে ,ভিকি কৌশলের পরশুরামের লুক প্রকাশ্যে এলো ।
তার এই লুকের পেশীবহুল চেহারা ,কাঁচা পাকা লম্বা চুল , এবং আগুন ঝরছে দুই চোখ দিয়ে । বলিউডে ক্রমশ বাড়ছে ইতিহাস আশ্রিত পৌরাণিক গল্পের ছবি । শিবাজী পুত্র সম্ভাজি রাও কে নিয়েও তিনি হাওয়া চরিত্রে অভিনয় করছেন।