প্রভাস হতে পারে রাম্বোর ছবির নতুন নায়ক

গত বছর ঘোষণা করা হয়েছিল বিখ্যাত হলিউড  মুভি  রাম্বোর  চরিত্রে অভিনয় করবেন  টাইগার শ্রফ ।তিনি নতুন ছবির একটি পোস্টার  শেয়ার ও করেছিলেন । এখন সোনা যাচ্ছে পরিচালক সিদ্ধার্থ আনন্দ  বলছেন ,টাইগার শ্রফ  বেশ কিছু প্রজেক্ট নিয়ে এত  ব্যস্ত যে তিনি সময় দিতে পারছেন না ।তাই  পরিচালক সিদ্ধার্থ আনন্দ রাম্বোর  চরিত্রে প্রভাস কে দিয়েই কাজ করাবেন ।