অজয় দেবগান এবং আর মাধবন অভিনীত শয়তান ছবিটি মুক্তি পাওয়ার আগে ,সেন্সর বোর্ড কিছু অদল বদলের নির্দেশ দিলো ।সেন্সর বোর্ড বলেছেন নির্মাতা দের এই ছবির বিষয়বস্তু ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে একটি ভয়েস ওভারে একটি বিধি বদ্ধ সতর্ককরণ দিতে হবে, এবং কিছু কু কথাও বদলে দিতে হবে ।এই ছবির প্রযোজনা করছেন অজয় দেবগান সঙ্গে রয়েছে জি এবং প্যানোরোমা ষ্টুডিও ,পরিচালক বিকাশ বহেল এবং অভিনেত্রী জ্যোতিকা ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...