বাক্স অফিসের “মুনঝা ” ছবির অভাবনীয় সাফল্যের পরে ,তরুণ অভিনেতা অভয় বর্মা এইবার সুজয় ঘোষের পরিচালনা তে কিং ছবিতে অভিনয় করবেন ।এই ছবিতে অভিনয় করবেন পিতা ও পুত্রী জুটি শাহরুখ ও সুহানা খান ।সুহানার বিপরীতে রোমান্টিক চরিত্রে অভিনয় করবেন অভয় ।রেড চিলিজ ও মারফ্লিক্স পিকচার্সের যৌথ উদ্যোগে এই কাজ শুরু হবে দেশ ও বিদেশে নভেম্বর থেকে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...