বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা আক্রান্ত করণাতে

অভিনেত্রী মুম্বাইয়ে গিয়েছিলেন একটি হিন্দি ছবির স্ক্রিপ্ট রিডিং সেশনে যোগ দিতে । তার পরে সেইখান থেকে ৭ মার্চ পারি দেন সিঙ্গাপুরে ।সেইখানে পৌঁছে ১৪ দিনের কোয়ারেন্টাইন থাকা কালীন তার করোনা রিপোর্ট পসিটিভ আসে । তারপরে তিনি আইসোলেশনে চলে যান ।গতকাল সোশ্যাল মিডিয়া একাউন্টে সেই কথা জানিয়ে বলেছেন সামান্য জ্বর এলেও তিনি এখন উপসর্গহীনও ভালোই আছেন ।