ভোলা ছবির পরিচালনা নিয়ে হায়দ্রাবাদে ব্যাস্ত অজয় দেবগন

গত কয়েকমাস ধরে ,অভিনেতা ও পরিচালক অজয় দেবগণ তার চতুর্থ পরিচালিত ছবি ভোলার পরিচালনা নিয়ে ব্যস্ত ।জানা যাচ্ছে এই ছবি তে অ্যাকশন সিকোয়েন্স কে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন অজয় দেবগন ।জানা যাচ্ছে একটি অ্যাকশন দৃশ্যের সূত্রে হবে ১০ দিন ধরে ।যুক্ত রয়েছেন আন্তর্জাতিক টেকনিশিয়ান রাও ।বাবা ভীরু দেবগন থেকেই নাকি এমন দক্ষতা পেয়েছেন অজয় ।