গত কয়েকমাস ধরে ,অভিনেতা ও পরিচালক অজয় দেবগণ তার চতুর্থ পরিচালিত ছবি ভোলার পরিচালনা নিয়ে ব্যস্ত ।জানা যাচ্ছে এই ছবি তে অ্যাকশন সিকোয়েন্স কে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন অজয় দেবগন ।জানা যাচ্ছে একটি অ্যাকশন দৃশ্যের সূত্রে হবে ১০ দিন ধরে ।যুক্ত রয়েছেন আন্তর্জাতিক টেকনিশিয়ান রাও ।বাবা ভীরু দেবগন থেকেই নাকি এমন দক্ষতা পেয়েছেন অজয় ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...