
খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :রেখা বর্মনকে সংবর্ধনা জানালেন দেশী মানষির সমাজকল্যাণ সমিতি। রেখা গোঁসাইরহাট হাইস্কুলের ছাত্রী। এবারের মাধ্যমিকে সে ৬৫১ পেয়েছে। রেখা বাংলায় ৯৪, অঙ্কে ১০০, ইংরেজিতে ৮৬, জীববিজ্ঞানে ৯০, ভৌতবিজ্ঞানে ৯৪, ইতিহাসে ৯৩, ভূগোলে ৯৪ পেয়েছে। সমিতির তরফে পরিতোষ বর্মন, সমীর পাটোয়ারী প্রমুখ রেখার বাড়িতে যান ও হলদিয়া গামছা ও পান সুপারী দিয়ে সম্বর্ধনা জানান। সঙ্গে পড়াশুনার ব্যাপারে সমস্তরকম সাহায্যের আশ্বাস দেন। এতে রেখার পরিবারও খুব খুশী হয়েছে।