সম্প্রতি বলিউডের তারকাদের খুনের হুমকি দেওয়ার নতুন চাল আবারো মাথা চারা দিয়েছে ।জওয়ান ছবির
চূড়ান্ত সাফল্যের পরে শাহ রুখ খান পেয়েছেন খুনি হুমকি ,পাঠান ও জওয়ান ছবি মিলিয়ে শাহরুখ খানের দেশি ও আন্তর্জাতিক বাজার মিলিয়ে হাজার-হাজার কোটি টাকার উপর উপার্জন করেছে ।শুধু জওয়ান আন্তর্জাতিক বাজার মিলিয়ে উপার্জন করেছে ১১০০ কোটি টাকা ।ঠিক এর পরেই খুনের হুমকি ,তার পরেই মহারাষ্ট্র সরকার তার জন্য ওয়াই + নিরাপত্তা ব্যবস্থা জারি করেছে ।